*শুকনো পাতা বিপদজনক। তৃষ্ণা পায়। পাতা জমার
শব্দ। জীবন যাচ্ছে, যাচ্ছে না। মূল্যবান সেক্স ফেলে গেলে কি!
*রুচি-উত্তর
গীতা-হারানো কলম-সন্ধ্যা -ইফতার - জাল টানা- ধর্মযুদ্ধ-গণতন্ত্র- ছোটো বাচ্চা।
দুটি কারণ- সামাজিক কল্পনা- আরো উপরে 'আহ'
শব্দ। শ্রান্তি- কুরুক্ষেত্র - কুরুচি। হিংসা - হংস- অনুশীলন। রক্ত
লাল- কবি- আজকাল বিপ্লব। লোকাল বাইক- সংখ্যালঘু- চিন্তাপ্রণালী।
*ছোটার পর মনে
হয়না বিজয় দিবস থাক। জিলাপি ৯ প্যাচ। উন্মুক্ত ছাত্রের কবিতা, হারিয়ে যাও বলে বুকের ভেতর সালফারের খনি উঠে আসে। আত্মসচেতন বৃক্ষ বৃষ্টি
ডাকছে। বহুভাষা নিয়ে সকালে কলাব্যাপারী ভাব উবে যায়।
স্নানঘরে বেলজিয়ামের সকাল বসে থাকে। পুষ্পক ডাব। আমি সবসময়ই ভালো থাকি সব খারাপের
পাশে।
*অভ্যাস চলে
যাচ্ছে আঘাত করার। চিত্রকলাতে তেমন দক্ষতা নেই। শখের ভেতর আছে কেবল হাঁসের পাখার
ঝাপটা জমা রাখা । নিয়ম করে এড়িয়ে যাই সুন্দর নাম। অনেক চরিত্র অনেক রচনা। আমার সব
চাইনা। আমার চাই একটু ডিমপোড়া। মাছবাজারে মাথা উঁচু করেই হাঁটি। অভিযোগকারী যে তার
যৌনতা ফেলে আসি। টুকটাক শহরে থাকি বলে আমার বাসের সিটের পাশে যে বসে তার আত্মজীবনী
উল্টে দেখি । বাড়ি যখন অতিথিতে গমগম করে তখন সন্দেহ পেয়ে বসে। অন্ধ হলেও ভাতের
ব্যাপারে ভাবতে হয়। রাতে ব্রাশ করলেও জীবনের যে গন্ধ তা যায় না।
*কিছু রঙিন ছবি
তেলে ভাজা দোকানে ফেলে এসেছি। তৃষ্ণা পেলে আনন্দ করতে হয়। যার বাচ্চা একা একা খেলে
তাকে চাঁদ পেড়ে দিলে চাঁদের আঙুল জাতে ওঠে। আমাদের পিতৃপুরুষ কোথাও জোয়ান অফ আর্ক, সাদা
গ্যালারিতে নগ্ন হয়ে মানুষ হচ্ছি।
ভিন্ন ভাবে ভিন্ন সুরে চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে
ReplyDeletekmn jeno ektu chara chara. cinta sutro ache, kintu smogrikota nei.
ReplyDelete