বাক্‌ ১৫৩ ।। অগ্নি রায়


 মাছ রান্নার সহজ রেসিপি


 

রুইয়ের মাঙ্গলিক

 

রুইমাছের প্রাসঙ্গকিতার কাছে ফিরে যেতে ইচ্ছা হয়।

আয়ুর এই সান্ধ্যভাষ্যে তাকে মনে পড়ে,

যেন বড় অবহেলা হয়ে গেছে এতদিন।

প্রাত্যহিক চর্চার হে একেঘেয়ে স্বাদ,

আজ তোমাকেই ঈশ্বর বলে জানি।

সময় কমে আসা এই সময়ের মঙ্গলচেতনায়

যার পঞ্চপদের আস্কারা রয়ে গেল

 

 


ইলিশ আশ্বাস

 

রসনার কাছে সব শিল্প পরাস্ত হয়।

গন্ধের বিজ্ঞানের সামনে বেদ বেদান্ত।

এই তুমিই তো কত আরাধনার পর

বঙ্গজীবনকে রাঙিয়ে দিয়েছো আফশোসে।

সেই তুমিই তো কত অচেনা হলে,

শস্যের উপমায়।

তোমাকে দেখবার মতো পকেট নেই

তবু জানি লঙ্কার তীব্র সবুজের পাশে

এই পৃথিবীর কোথাও তুমি রয়ে গিয়েছো

 

 

মৌরলার বুটিক

 

একটা গোটা গ্রীষ্মকাল আর কালোজিরের বুটিক

তোমার জন্য বাজি ধরতে পারি হে নশ্বর মৌরলা।

আমাদের পেটরোগা শিল্পবোধ,

তোমাদের একান্নবর্তী গোষ্ঠী চেতনার পাতে

সহজ মায়া বিছিয়ে রেখেছ সে কতকাল।

স্মৃতির জলে জোছনা পড়লে, বাতাস আদ্র হলে

তোমার আনন্দরূপ জেগে ওঠে

 

 

পাবদার রক্তিমবিলাস

 

রূপে গুনে যিনি সাধারণ না

তাঁর অভিজাত রূপোলী

শীতের ক্ষণস্থায়ী দুপুরের মতো গর্বিত,

বাজারি মিছিলের কলাপাতায় ঝলসে ওঠে।

টমেটোর রক্তবিলাস আর

সর্ষের ঝাঁঝে পাবদার যুগলবন্দি

জন্মদিনের স্মৃতি ফিরিয়ে দিল।

যখন জীবন ছিল সতেজ ও স্বাস্থ্যে ভরা,

মিষ্টি জলের হৃদ থেকে

উঠে আসার মতো আকস্মিক     

 

4 comments:

  1. মৌরলার বুটিক - সেরা লাগলো

    ReplyDelete
  2. অদ্ভুত সুন্দর

    ReplyDelete
  3. ভালো লাগলো

    ReplyDelete
  4. i didnot like it.

    ReplyDelete