বাক্‌ ১৫৩ ।। শবরী শর্মা রায়


 

কুহক

 

ফুল নিষ্পাপ তাই রহস্য 

 

নিষ্পাপ 

 

ফুলকে যে প্রতিভা দিয়েছে 

 

রহস্য তাকে সাজিয়েছে 

 

শিশু ও রহস্য 

 

ঘুমের মধ্যে মিটিমিটি হাসে 

 

ঠোঁট উল্টে কাঁদে

 

পাশেই ঘুমিয়ে আছে 

 

পাপ

 

 

 

সাঁড়াশি 

 

রান্নাঘরে একটা সাঁড়াশি, সমস্ত শিল্প প্রতিভা নিয়ে 

একপাশে একা একা থাকে 

 

মাঝেমাঝে তার মনে হয় 

রান্নাঘর 

একটা ধোঁয়া ভরা মানুষের মাথা 

জ্বলন্ত উনুন থেকে 

নিজেকে নামাতে পারছে না 

 

সাঁড়াশি মজবুত হাতে 

কান ধরে মাথাকে নামায 

 

 

জল কথা 

 

পৃথিবী হাঁটছেন

হাতে কমণ্ডলু কাত হয়ে আছে

 

স্বভাব শান্ত কমন্ডলু রাগ হলে 

উগ্র চন্ডাল

 

পাহাড় ডিঙিয়ে সমতল 

অল্প বিশ্রাম 

 

চোখে বিস্ময় 

 

নিজেরই বুকের শুকনো মাটি খুঁড়ে

গজিয়েছে 

 

মুণ্ডহীন অসংখ্য শিশু হাত 

 

 

 

 

দু'জনে 

 

না এবং হ্যাঁ 

টেবিলের ওপর ঘুষি মেরে 

উঠে দাঁড়ালো 

 

শুরু হল তুলকালাম যুদ্ধ 

 

কেউই আর টেবিলে নেই, ঘরেও

 

আমার মতো দেখতে একটা মানুষ 

 

বুকে ঘুষির দাগ

 

 

 

রিপু

 

মুঠোর ভেতর একটা সাপ

ঘুমন্ত 

লোকটা জন্মেই ছিল সাপ মুঠো  নিয়ে

 

সাপ বলেছিল 

আমি ঘুমিয়ে থাকলে তোমায় খেলা দেখাতে পারব না 

আর আমার খেলা দেখিয়েই তোমার পসরা

 

আজ লোকটা একটা শান্ত দিঘির পাশে বসে আছে

সাপটাকে ঘুম পাড়াতে 

ওকে এক ভয়ংকর জংগল পার হয়ে আসতে হয়েছে

 

 

 

 

কম্পাস 

 

কম্পাস একটা পাখি 

 

এক পা দাঁড়িয়ে থাকে 

 

অন্য পা

ঝড় জল মরুভূমির সাথে যুদ্ধ করে 

 

পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে এসে দেখে 

 

অন্য পা দাঁড়িয়ে আছে একই জায়গায় 

 

তার মনে হয় 

দাঁড়িয়ে থাকার যুদ্ধটা আরও তুমুল 

 

No comments:

Post a Comment